এই পাঠালাম সকাল ভেজা সুখ
সুখের ছায়ায় রাইকিশোরীর মুখ ,
চিনতে ঈষৎ পেরেছো নিশ্চয়
অক্ষি- অলি অদূরে বিস্ময় ।
রাত ঝরেছে পাপড়ি-মেলা ভীড়ে
বৈশাখী – বীণ ঋদ্ধ হলো মীড়ে ,
বটের চারা প্রাজ্ঞ প্রধান ফলে
তবুও প্রেম ন’ হন্যতে জ্বলে !
কেমন করে এত্তো সময় গিলে
ঠিক পরিপাক হচ্ছে তমাল নীলে ,
হেঁচকি- হানা এখনও স্থির আছে
আঙটি অমর , জানে না কাল- মাছে !
বর্ষা পেটে গ্রীষ্ম যাবে জানি ,
শরত বর্ণে হেমন্তে জামদানি
বুনতে বুনতে অনন্ত শীত যাক ,
অলি তোমার বসন্ত- ভাব থাক ।