নে আছে? সেই ছোটবেলায়
ভূগোল বইয়ে পড়া আগ্নেয়গিরির কথা!
সেই সুপ্ত আগ্নেয়গিরি!
যাকে অগ্রাহ্য ক’রে তার সুপ্ত থাকাকে
অসহায়তা ভেবে নিয়েছো। সে কিন্তু সুপ্ত আছে মৃত নয়,
যেদিন সে হঠাৎ করে জেগে উঠবে
পারবে তো, তার ক্রমাগত নির্গত গলিত লাভা থেকে
নিজেকে বাঁচাতে?
যখন তার জ্বলন্ত গলিত লাভা ছড়িয়ে পড়বে চারিদিকে
তখন কিন্তু সে তোমাদের এই মেকি দাম্ভিকতা কে
এক লহমায় ধ্বংস করে দিতে পারে!
পারবে তো তখন রক্ষা করতে তোমাদের দম্ভকে?
তোমরা পুরুষ তাই তোমরা নারীর ‘ ভালোবাসা,স্নেহ,
মায়া মমতাকে ‘ নারীর দূর্বলতা ভেবে নিয়েছো।
তবে মনে রেখো, ওগুলো নারীর দূর্বলতা নয়,
ওগুলো নারীর শক্তি!
একটু একটু করে জমিয়ে রাখা অপমান,অযত্ন,
অবহেলা গুলো যখন আগ্নেয়গিরির মতো
বিষ্ফোরণ ঘটবে !
আর ভালোবাসা,স্নেহ,মায়া মমতা গুলো
গলিত লাভা হয়ে ক্রমাগত নির্গত হবে আগ্নেয়গিরির
মুখ থেকে! আর ছড়িয়ে পড়বে দূর থেকে দূরান্তে_
তুমি ঐ গলিত লাভা থেকে বাঁচতে যতদূরে পালাবার
চেষ্টা করবে! ততদূরে পৌঁছে যাবে ঐ লাভা।
তখন কিন্তু তোমার পতন নিশ্চিত!