আগুন ছুঁয়েছো কখনো?
গমগমে তেজালো সর্বগ্রাসী আগুন!
যে আগুন শুধু নিজে জ্বলে না ,
সর্বস্ব জ্বালিয়ে পুড়িয়ে তছনছ
করে দেয় ;
লেলিহান শিখা কখনো ছুঁয়েছে তোমার মন ?
জানো, আগুন নাকি অকাল পিয়াসী ।
বুকের ভিতর যে অন্তহীন দাবানল ,
অদৃশ্য অগোচর ; আবডাল অবগুন্ঠন ;
শুধু নিজে পুড়ে ছাই হয়,
সুদক্ষ অবহেলায়!
অনুভব করেছো কখনো ?
ধরো কোনো এক পৌষের ,
হাড় হিম করা ঠান্ডায় ,
বেসামাল নেশাতুর চোখে উষ্ণতার চাহনি ।
যদি উপেক্ষা করি আমি…!
ঠিক তোমার মতো করে ,
দুঃসহ সহনশীলতার পরিচয় ,
তখনো তুমি দেবে তো ?
মনে পড়ে সেই সন্ধ্যা আরতি ?
ঢাকের তালে আগুন হাতে ,
একটু উষ্ণতা দিতে চেয়েছিলাম তোমায় !
আপন পরশ গেঁথে…..
প্রত্যাখ্যাতা আমি বারবার ,
তোমার আগুন ভালোবাসায় ।।