মেঘের কোলের আশমানি রঙ ,
চুপটি করে মুঠোয় ভরে আঁচল পাতা ;
তোর সোহাগে শীতলপাটি বটের ছায়া ।
তোর স্পর্শসুখে হাসনুহানার অকালবোধন ;
ইন্দ্রিয় জুড়ে স্বর্ণলতার সঙ্কোচনে ,
গুটিয়ে শরীর তোর বুকেতেই জল আল্পনা ।
কোমর জোড়া ঘন কালো কেশের ঢলে ,
লাল টিপ আর লাল পাড়েতে দূগ্গা প্রতিমা ।
বাদলা দিনে চিলের ছাদের মাদল তালে ,
টাপুর টুপুর শরীর জুড়ে সুরের ছটা ।
সন্ধ্যে হলেই একতারা আর রাখালিয়ার সুরে ,
মনখারাপের পসরা সাজাই একলা সপ্তডিঙা ।
কল্পনাতেও তোর আদরে ডুব দিয়ে পাই সুখ ,
ডুবুক না হয় হারিয়ে গিয়ে সকল দিশা ।
তুই যে আমার সাত নলি হার দেরাজ জোড়া ,
তুই যে আমার চাঁদের নোলোক চরকা কাটা ।
তোকে ঘিরেই রাত দুপুরের মিথ্যে নালিশ ,
তুই যে আমার সাত রাজার ধন এক মাণিক ।
তোর সুরেতে মন পবনের বৈঠা জুড়ে ,
আমার নূপুর একলা দুপুর আগুন ছোঁয়া ।