শিশির ভেজা শিউলি ফুলে আগমনীর গন্ধ
শরৎকালের রোদ্দুর আর মেঘ-বৃষ্টির দ্বন্দ্ব ।
নতুন সকাল নবীন রবির স্নিগ্ধ আলোর ছোঁয়া
মহালয়া চন্ডীপাঠ ও গরম চায়ের ধোঁয়া ।
কুমোরটুলির ব্যস্ততা জুড়ে পুজোর আয়োজন
দিগন্ত ওই উদ্ভাসিত পুলক জাগা মন ।
মেঘের ভেলা তরতরিয়ে যাচ্ছে অচিন দেশে
পদ্ম ফুলে ভ্রমর বসে পরাগরেণু মেশে ।
কাশের বনে দোল দিয়ে যায় বাতাস সে আনমনা
এক দুই তিন হিসেব-নিকেশ উৎসবে দিন গোনা ।
হই হুল্লোর কেনাকাটা অভিধানে লেখা সুখ
গরিব-দুখী মধ্যবিত্তের প্রচ্ছদ উন্মুখ ।
অভাব কষ্ট পেটের খিদে পুজোয় থাকে ভুলে
অনাথ যত পথের শিশু উস্কোখুস্কো চুলে ।
এই চারদিন প্রাপ্তিরা সব আগল খোলা দোর
বছর পরে আসছে ওমা ঊষায় রাঙা ভোর ।