তুমি তো জলের অক্ষর জানোনা
জানোনা সমুদ্র বা নদনদীর ভাষা
তবুও সমুদ্রবেলায়,নদীপাড়ে ছুটে যাও
ছুটে যাও নিরাভরণ হতে হতে গোধুলির আলোয়
জলজ উদ্ভিদের ছিন্নভিন্ন বিকট গন্ধ
শরীরে,গভীর ঢেউ ভাঙা দুই চোখ তোমার
ছন্দোবদ্ধ জল -শব্দ বুকের ভেতর
যেন তোলপাড় জলে ভেসে জল থেকে উঠে এলে এইমাত্র
জলের তাপে ঝলসে যাচ্ছে বুক
আর তুমি গোপন স্পর্শের মতো অসম্ভব
রোমাঞ্চ
অনুভব করছ মনে মনে
সবাই বিস্ময়ে মুগ্ধ হয়,স্মিত হাসে
তাদের পলকহীন চোখ যেন তোমার রোমাঞ্চকে
আহত করে, বিব্রত করে
তবুও সমূদ্রবেলায় বা নদীপাড়ে ছুটে যাও
ছুটে যাও নিরাভরণ হতে হতে গোধুলির আলোয়
বিকেল হলেই কি সমুদ্র ডাকে তোমায় ?
ডাকে কি নদনদীও
গোধুলিও ডেকে যায় নিত্য নিত্য ?
তোমার আকুলতাই বুঝি ভালো জানে তোমার চেয়ে
এখন এই সময় যেন সমস্ত আড়াল ভেঙে
ওই নিরাভরণ গোধুলি-মুহূর্তগুলো
আছড়ে পড়ছে আমার দু’চোখের পাতায়
আমি চমকে চমকে উঠি ঘুমের ভেতর
আর উন্মোচন চাই আমি…।