এরা কেউ আমাকে মানতে পারছে না
যা করেছিলাম সব আমিই করেছিলাম
এরা কেউ দাম দেবে না আমায়
এ ঘর থেকে ফিরে যেতে হবে অচিরেই
জানা ছিল না স্বর্গের প’রেই নরক ছিল এই ঘরেই
মনের মাঝে ঘুনে বাসা বাঁধে মুহুর্তে মুহুর্তেই,
জীবনের দিনগুলি পাপে জর্জরিত
কোন কারণ বা অকারণে
সভ্য মানুষগুলো পরিবার হতে বিতাড়িত
পরিবার আজ আর পরিবার নেই
পরিবারগুলি সব যেন চাওয়া পাওয়া;
খাওয়া-দাওয়া আর হিসেবের ওজন মাপার যন্ত্র,
সবাই চায় বড় হতে,
বড় হতে হতে পৃথিবীটা আজ খুবই ছোট
চায়না পেতে কেউ মানুষ হওয়ার মন্ত্র
এমনটাই ঘটছে আকছার, মানুষই পাকায় ষড়যন্ত্র।