যে যাওয়ার সে তো চলে যাবে
এ তো নতুন কিছু নয়
যে রবার সে রয়ে যাবে
এতে ভাবার কিছুই নেই,
যা হবার তা হতেই থাকবে
ওগুলো তো থামবার নয়;
না বুঝেও কেউ কেউ চলে আসে
সব বুঝেশুনেও অনেকেই ফিরে চলে যায়,
ঋতুচক্রের মাঝেও কিছু প্রাণী অপরিবর্তিত থেকে যায়
এই মরনেও তারা করেনি স্মরণ
রং এবং বেরঙের মহড়ায় সব মিলেমিশে একাকার,
মুক্তোর দানাগুলো ভেঙে চুরমার
একা বসে সততার ভাবনারা। আকস্মিক, নির্বিকার।