ঘর ভর্তি অনাসৃষ্টি রাখা
বাইরে সোনার তালা
অহংকারে কাক মুহূর্তেই ময়ূর
চোখ এর জ্বর বেড়ে
ভেঙে যায় থার্মোমিটার
অবাধ্য কাঁচের টুকরোগুলোকে
অবুঝ সন্তানের খেলা ভেবে সহ্য করি
এ মায়া কাটলেই
যুদ্ধের সূচনা
ঘর ভর্তি অনাসৃষ্টি রাখা
বাইরে সোনার তালা
অহংকারে কাক মুহূর্তেই ময়ূর
চোখ এর জ্বর বেড়ে
ভেঙে যায় থার্মোমিটার
অবাধ্য কাঁচের টুকরোগুলোকে
অবুঝ সন্তানের খেলা ভেবে সহ্য করি
এ মায়া কাটলেই
যুদ্ধের সূচনা