মুখ ফিরিয়ে নিতে গেলে বুকের দম থাকতে হয়
দম থাকতে হয় চোখ ফিরিয়ে নিতে গেলেও
মুখের উপর মুখের মতো জবাব দিতে গেলেও
বুকের সেই দমেই নিঃসংশয় থাকতে হয়
অথচ বুকের ভেতর নিপাট কলজে জুড়ে
কিছু অনবরত দহন-ক্ষরণ
আর ধুকপুক করা কিছু শব্দ ছাড়া
দম বলে আমার তেমন আর কিছু
আছে কি না আমি জানি না
অনন্যোপায় হয়ে কোন দুর্বিপাকে যদি
আমার মুখ ও চোখ ফিরিয়ে নিতেই হয় কখনও
যদি মুখের উপর মুখের মতো জবাব দিতে হয়
তাতে বুকের সেই দম আমার আছে কি নেই দ্বন্দ্বে
আমি আত্মপীড়নে ডুবে যেতে থাকি
কিছুতেই অতিক্রম করতে পারিনা নিজেকে
অসম্ভব গভীর ও গম্ভীর হতে থাকে চারপাশ
আর ক্ষোভে -দুঃখে নিজেকে ক্ষত বিক্ষত
করতে করতে আমি ক্রমশঃ নগ্ন হয়ে পড়ি
এবং আমার অন্তর্লীন হাসি-কান্না-গান ও মন্ত্রপাঠে
নিভৃত হয়ে ওঠে গভীর ও গম্ভীর হয়ে থাকা
সেই থমথমে চারপাশ ও অশ্রান্ত সময় ।