তোমার তরে ধন্দ জীবন
ছন্দ কবিতা ,
তোমার তরে হরিচন্দন
নন্দ সবিতা।
চাই না তবু কল্পবৃক্ষ
গল্প বাসনা,
চাই না তবু অল্প দক্ষ
স্বল্প কামনা।
তুমি আমার স্বপ্নবাগান
কুড়িয়ে পাওয়া পালক,
আশমানি রঙ একটা এমন
অবনীন্দ্রের নালক।
( শেষ কথন)
গল্প শূন্য
১।
নাইবা পেলাম ,গন্ধ “কমল”
নাইবা হলাম
সফল।
নাইবা হলো, অবগাহন,
সূর্য সিনান
বিফল।
শূন্য মাঝে পূর্ণ থাকে
অবুঝ বোঝে ভুল
সাক্ষাত কাল
খুঁজে ফেরে মন
যমল অর্জুন।
ক্ষয়া চাঁদ বা নষ্টচন্দ্র
ফাঁদ ছিল আসমানে—
ছুয়েছে তা ভাসমান ঐ সাগরকালো জলে।
পানি সেজে সে খুঁজে ফেরে
সুখ-জীবন এক মোহে,
সন্ধ্যাতারা পশ্চিম গেহ
অর্ধঅর্ক পটে।