তাকালে দেখা যায় না
দেখলে তাকানো হয় না,
বল তো কি তার পরিচয়
মনকে করে প্রসন্নময়?
সে তো আর কেউ নয়
স্বপ্ন হয়েই জেগে রয়।
মন তাকে চোখর ইশারায়
দৃষ্টি মেলে দেখতে চায়।
এতে বল দোষ কোথায়?
খুব দৃষ্টি গ্রাহ্য লাগে তাকে
তাই তো মন জড়াতে চায়।
দেয় না তবুও যে ধরা হায়
স্বপ্ন মনকে তো রাঙাতে চায়
এতে তারই বা দোষ কোথায়?
মন হৃদয়কে রঙিন স্বপ্নে সাজায়
তাই খুশিতে সে আত্মহারা হয়।
এতে কার-ই বা দোষ কোথায়?
রঙিন স্বপ্নে মুগ্ধ সুন্দর হৃদয়
যদিও রঙিন স্বপ্ন হয় অলীক
সফল হয় না যা বাস্তবিক।
হৃদয় ভালবেসে দেখতে চায় তাকে,
এতে হৃদয়ের দোষ কোথায়?
মানব মন যদি না হয় স্বপ্নময়
দুঃখ সুখের জীবন হয় না আনন্দময়।