কালো মেঘ আঁধার ঘনায়
বক্ষ জুড়ে হৃদয় কাঁপায়
বৃষ্টি পড়ে মুষলধারে
প্লাবন ভাঙা নদীর পাড়ে।
সৃষ্টিরা সব গুমরে মরে
অভিমানী স্মৃতির ভারে
শান্তি খোঁজে গাঢ় আঁধারে
হৃদয় ভাসে চরাচরে।
প্রাণের সখার প্রতীক্ষায়
অলস দুপুর বয়ে যায়,
অবুঝ মন করে কী যে হায়
উদাসীনতায় দুপুর বেলায়
সুরে গান বাজে হাওয়ায়
বৃষ্টি পড়ে টিনের চালায়।