বসে বিজনে একেলা ঘরে
উদাসী মন ভরে দুপুরে
কাব্য প্রেমের আকাশ দেখি
ঢাকা যেন মেঘ মেদুরে।
হঠাৎ কেমন হিমেল বাতাস
স্পর্শ করে গেল বয়ে,
তোমার গানের কলি শুনি
আসছে ভেসে মৃদু সুরে।
মন সায়রে লাগলো দোলা
তুললো বুকে ছলাৎ ঢেউ,
সুরের ধারা আনলো জোয়ার,
বললো হেসে চললে কোথায়?
মন বিলাসে?
যেখানেই যাও আমায় পাবে ;
দিগ্বলয়ে , তেপান্তরে —
বনবনান্তে, পাহাড় চূড়ায়,
প্রকৃতির মাঝ, সাগর নভে।
অমনি দেখি অঝোর ধারে
বৃষ্টি ঝরে মল্লার রাগে।
সুরের গমক করছে মাতাল,
রাগিনী নাচে অনুরাগে।
রাগ রাগিনীর সুরের মেঘে
অপরূপ এক নেশার ঘোর,
গীতবিতান নিয়ে তখন
গানের ভেলায় রই বিভোর।
উছল হয়ে মনটা তখন
পারিজাতের সুবাস মেখে
মুগ্ধতায় হয় সুখে বিভোল।