আমার অর্কিড ছিল সাজানো।
দেশ বিদেশের নানা ঐতিহ্য
নানা সুগন্ধে ছড়ানো, মন ভরানো অর্কিড।
তুমি এসেছিলে সাগর থেকে
চেয়েছিলে আমার সাথে পায়ে পা মেলাতে।
তুমি আসতে আমার অর্কিডে
কাজ করতে… ক্ষুধার্ত হৃদয় গুলোকে
আহার দিতে…
তখনও বুঝিনি তুমি সাগর থেকে
নোনাজল এনে আমার অর্কিডে ঢালছ।
তাই একদিন চেয়ে দেখি অর্কিড শুকিয়ে গেছে ,
নেই সেই আর সুগন্ধ–
আসেনা ভ্রমর– যেমন এসেছিলে তুমি।
বাজেনা কোন সুর অর্কিডে
দোদল- দোদল-দোল…
অর্কিডের নিঃশেষিত প্রাণগুলোকে বাঁচানোর
চেষ্টায় আমি আবার লেগেছি..
মাপ করো, তোমাকে আর সাহায্য করতে
হবে না, একাই যতটুকু পারি করে যাব,
ও যে আমারই অর্কিড
এবং বাঁচবে আমারই প্রচেষ্টায়।