উপচে গিয়ে ছড়িয়ে পড়ছে সংখ্যালঘু হয়ে যাওয়ার
তুষ উসকানিতে উন্মত্ত জনতার ভয়ের সন্ত্রাস
অর্ধ উলঙ্গ পাঞ্চালী সভ্য ক্লাস্টার বোমার ঘায়ে
শ’য়ে শ’য়ে ছিন্নভিন্ন বিবস্ত্র বোড়ের মিছিল
অধিকৃত শত্রু অঞ্চল হোক
কিংবা অরণ্য ফসিলের ফুসমন্তর
প্রাথমিক বশীকরণের রাজনৈতিক
ওষুধ এবং আয়ুধ
নগ্ন করো নির্বিচারে যোনী স্বাধীনতা
গেঁথে দাও শিরা ভাঁজে ধর্ষণের স্মৃতি
গোয়েবলসীয় প্রচারের তীর এক কানে ঢুকে
হাজারো দলবদ্ধ মস্তিষ্কে
সহস্র কোটি সূর্যের তাপে ট্র্যাজিক ওপেনহাইমার
ব্যাসদেব কল্পনাও করেননি
পৃথিবীটাই একদিন অমীমাংসিত
কুরুক্ষেত্রের পোস্টার পেন্টাগন হবে