‘ঝরাপাতা গো ,ঝরাপাতা গো… ‘
শালবনের এই মাঠের ‘পরে
নরম পায়ের চমক ভরে
তোমার টানে সারা দুপুর
হেঁটে গেছি অনেকটা দূর।
হৃদয় আজি রঙিন ফাগে
প্রথম দেখার পুলক জাগে,
ফাগুন হাওয়ায় মাদল বাজে
শিমুল-পলাশ নবীন সাজে।
শালবনের এই রৌদ্র ছায়ায়
চলব সবাই সজীব ধারায়
হাতে হাত রেখে প্রিয়ার সনে
হারিয়ে যাব গহীন বনে।
এই পথে আজ জুড়ায় প্রাণ
শুনি ঝরাপাতার বসন্ত গান ,
হৃদয় ছুঁয়ে খুশির হাওয়া দূর আকাশে
সাদা হাঁসের মত আজ যাচ্চে ভেসে।
অরণ্যের টানে আজ সারা বেলা
কাটিয়ে দিলাম সবার সাথে করে খেলা,
শালবনের এই মাঠের ‘পরে
প্রকৃতি পাঠ নিলাম আজি হৃদয় ভ’রে।