আষাঢ়ের জমা জলে যেমনি বসুমতি ,
তেমনি দেবী কামাক্ষা হয়েছেন ঋতুমতি ।
সকল শুভ আটকে পড়ে বাঁধায় ,
অশুভ হবে সকল শুভ যাত্রায় ।
ঋতুমতির রক্তে রাঙা ঠাকুর পুকুর ,
দেবীর বিশ্রাম গোপন অন্তঃপুর ।
নিভল দেবীর নিত্য পূজার বাতি ,
ধূপ – ধুনো আর সন্ধ্যা আরতি ।
ঋতুমতির রক্তস্রাবের রক্তে ভেজা বসন ,
ভক্তজনে নয়ন জলে ভেজায় সিংহাসন।
কঠিন যত রোগ আর ব্যধি ,
রক্ত- বসন মহৌষধি ।
কামাক্ষার-ই পূণ্যধামে অম্বুবাচি হলে ,
ভক্ত জোয়ার ভিড় জমিয়ে সবাই দলে দলে ।
এই ক্ষণেতে সর্পকূলে আঘাত হানা দায় ,
গৃহস্থ জনে ঘরে ঘরে আম্র -দুগ্ধ খায় ।
পুরুষ – নারীর রতির খেলা ,
নিষিদ্ধ সঙ্গম এই বেলা ।
দেবী হলেও তুমিও যে নারী ,
তাইতো অম্বুবাচী সৃষ্টির জটাধারী ।