নীল আকাশের দুটি তারা
হাসি গল্পে জাগায় পাড়া
ওদের নিয়ে বলব কি আর
মন বাগানের পাতা বাহার
টম এন্ড জেরি সারাটাদিন
উড়ছে ওরা ভাবনা হীন
আজব নাচন তাতা থৈথৈ
মাঝ দুপুরে রোদ-হৈচৈ
এমনি করেই ওরা বাড়ুক
মিঠা গোলাপি চাঁদ সাজুক
হাসুক জীবন মিলিয়ে কাঁধ
ওরা আমার অমৃত স্বাদ