উপন্যাসের মাঝের পাতায় এলে , আগে নয় কেন ?
এ প্রশ্নের উত্তরে নিরুত্তর থেকো ।
নীরবতা ভালো ,
কতো কল্পনার জন্ম দেয় তোমারও আমারও ।
না -হওয়া বৃষ্টির উপত্যকায়
ঘন কালো মেঘ জমে আছে ।
ঝরলেই নিঃস্ব হবে ভাবনার আকাশ তল্লাট ।
সময়ের সা-পা ধরে থামিয়ে রেখেছি সাতসুর ,
ইতিমধ্যে বেজে নাও যেমন তোমার খুশী
আমার রাগিনী গড়ি আমি ।
মনের দরজায় চাবির আক্ষেপ ঝুলে লম্বা হোক তালা ।
হাটখোলা অমিলের নীলে আহত হতে নয় ,
আধবোজা পাতার উপরে শুধু মিল ভেসে ভেসে
ধরে থাক মূহুর্তের চিরন্তন ছুঁইছুঁই স্বাদু সঙ্গম ।