বিচার নেবে ভাই, বিচার,
হরেক রকমের বিচার,
বিচার আজ নগণ্য পণ্য!
বিচার আজ পেগ্যাসাসে বন্দী,
বিচার বিক্রিও নাকি হয়,
বিচার গিরগিটির মতো রঙ বদলায়!
বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে না,
প্রকাশ্যে ভূলুন্ঠিত হয়ে গুমরে কাঁদে।
নিষিদ্ধ মাদক সেবনকারী জেলবন্দী,
বন্ধু, আত্মীয়, বাবা হেনস্থার শিকার,
চোখ ঘোরাতে হবে রাজ কুকর্মের,
মাদক ব্যাবসায়ী বুক ফুলিয়ে বাইরে!
রাজা বিশেষ নজরানা পান তার থেকে,
বিচারের বাণী কি প্রকাশ্যে হাসে!
আইন ও পুলিশ বন্দী শাসকের হাতে,
আইন নিজেই হারিয়েছে স্বাধীনতা!
স্বাধীনতা আজ নিজেই পরাধীন,
হত্যাকারী পুত্র লোকদেখানো বন্দী,
তবুও আছে বেশ রাজকীয় হালে,
হত্যার পরিকল্পনাকারী পিতা মন্ত্রীসান্ত্রী,
চলছে চলবে প্রলম্বিত অনুসন্ধান,
একদিন প্রমাণাভাবে হবে বেকসুর খালাস!
যারা মরল পেল কি সুবিচার?
জীবনের দাম কিছু নগদ ও একটি চাকরি!
অতএব আনন্দ করে মর, দুঃখ করো না,
কদাচিৎ হৈ চৈ হলেই এমন ভাগ্যবান হয়,
অসংখ্য মৃত্যুর আর্তনাদ চাপা দেওয়া হয়।
চলতেই থাকে হত্যা,
চলতেই থাকে অবিচার,
চলতেই থাকে দাঙ্গা,
চলতেই থাকে ধর্ষণ,
চলতেই থাকে ধর্ষিতার মৃত্যু,
চলতেই থাকে বেআইনি পুজো,
চলতেই থাকে কাট মানি,
চলতেই থাকে ধর্মের উস্কানি,
চলতেই থাকে……………
চলতেই থাকে……………
এ এক অন্তহীন চলা!
ঘোর অমানিশা সামনে আগুয়ান।
প্রতিবাদী কলম গর্জায় না,
চেতনা আজ বর্ষায় না!