প্রেম অনেকেই করে, বলো কজন
পারে তোমার মত প্রেমিক হতে,
কজন পারে তোমার মত
এমন করে ভালোবাসতে!
তুমিই দেখালে প্রেমিক সুজন
কারে কয় ভালোবাসা,
তুমিই দেখালে,মনের মানুষকে
কিভাবে ভালোবাসতে হয়।
প্রেম অনেকেই করে,
কজনে তোমার মত হৃদয় দিয়ে
ভালোবাসতে পারে,
কথা দিয়ে কথা রাখে,বিপদ-কালে
ছায়া সঙ্গী হয়ে পাশে থাকে!
তোমাদের অনন্ত প্রেম,
গড়লো প্রেমের নতুন ইতিহাস,
হার মেনে যায় লায়লী-মজনুর,
আনারকলির প্রেম-উপাখ্যান!
জেনে শুনে কে এমন করে
মারণ রোগের রোগীনিকে
ভালোবাসতে পারে,
চিরসাথী হয়ে দাঁড়িয়ে পাশে
নিতে পারে আপন করে?
আহার নিদ্রা ভুলে কে কবে
কাটায় এমন রোগীর পাশে-
হাসপাতালে !
নিষ্ঠুর নিয়তি তবু,
ফেরালো না ঐন্দ্রিলাকে,
অকালে সে চলে-ই গেল,
মরণের পর-পারে !
ভাগ্যের কাছে হার মানল যে
অদৃষ্টের-ই পরিহাস,
তবু রয়ে যাবে সব্যসাচী-ঐন্দ্রিলার
অমর প্রেমের ইতিহাস!