পৃথিবীতে জানি হারাবার কিছু নেই
তাইতো মায়ের হাসি আজও অম্লান
মাতৃভাষায় মায়ের পুজোটা সারি
অমর একুশে জানাই তোমাকে সেলাম।
পৃথিবীতে জানো, একটাই জাতি আছে
মাতৃ ভাষার রাখে যারা সম্মান,
ভাষার জন্য স্বাধীনতা লড়ে আনে
হে বীর বাঙালি শহীদ তোমাকে সেলাম।
অমর একুশে অমর দুনিয়া জুড়ে
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে
বিজয় কেতন এনেছো লড়াই করে
হে বীর বাঙালি শহীদ জানাই সেলাম।
মাতৃভাষার এনে দিলে সম্মান
বাংলা মায়ের দামাল সুসন্তান,
ভাষার জন্য দিলে প্রাণ বলিদান
সেলাম বাঙালি ভাইরা সেলাম সেলাম।
একুশে ফেব্রুয়ারিতে যে জয় গান
রক্ত দিয়েছে বাঙালির সন্তান,
একুশে গাইলো বাংলা মায়ের গান
হে বীর বাঙালি শহীদ তোমাকে সেলাম।
পৃথিবীর বুকে রাখলে অমর নাম
পৃথিবী জানলো রক্ত দাতার নাম,
ভাষা স্বীকৃতি পৃথিবীতে জয়গান
বাঙালি মরেও রেখেছে মায়ের মান।
ওই শোনো বীর বাঙালি গর্জে ওঠে
ওই দেখো পরদেশীরা পালিয়ে যায়,
বাংলার বুকে স্বাধীন পতাকা ওড়ে
একুশে এনেছে স্বাধীনতা দুর্বার।
একটাই জাতি ভাষার জন্য লড়ে
একটাই জাতি ভাষার জন্য মরে,
একটাই জাতি বাংলায় কথা বলে
একটাই জাতি ভাষার জন্য প্রাণ দেয় বলিদান ।
স্বাধীন বাংলা পৃথিবীর বুকে মহান দেশের নাম
স্বাধীন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির স্থান,
বাঙালি কবিরা ছিনিয়ে এনেছে পৃথিবীর সম্মান
হে বীর বাঙালি শহীদেরা ভাই সেলাম জানাই সেলাম।।