শব্দ!কিভাবে যেন হাওয়ায় উড়ে যায় সব
উড়ে যাওয়া এই মুহূর্ত দিশেহারা পাখির
দূর সীমানা পেরিয়ে যাওয়া রুদ্ধশ্বাসের মতো
আমাদের জীবন ও যাপনও যেন
নির্বাক গাছেদের মতো অসম্ভব বাকরহিত
অথচ ভীষণ আবেগপ্রবণ
সত্যি সত্যিই যেন অনর্গল কথা নিঃসৃত
অসংখ্য শব্দ হয়ে ঝরে পড়ছে
চারপাশে হাওয়ার ভেতর
আর নিভৃত হয়ে ওঠছে
অস্থির হৃদয়ে তার অদ্ভুত স্পর্শ সারাক্ষণ
কথা! কখনও বলে না,বলবেও না, তবুও
“একটি গাছ একটি প্রাণ”
গাছেদের কাছে এসে আমি
নিজেকে সমর্পণ করতে্ চাই
শোনাতে চাই তাদের জীবনের গান
গাছেদের আশ্রয়ে রাখি আমার স্বস্তির নিঃশ্বাস
আর দু দন্ড ছুঁয়ে থাকার অঙ্গীকার
বিনিময় যোগ্য ভাষা না জেনেও যে
আমাদের নিত্য অভিসার…!