সন্ধ্যা গড়িয়ে পড়ুক ঝুপ করে তোমার দু’চোখে
আকাশের থেকে সন্ধ্যা তারার আলোও
ছড়িয়ে পড়ুক একই সাথে
পোড়া বিকেল একা চেয়ে চেয়ে আছে দহন মনে
উঠোনের কোণে ঘরের ছায়ায়
বিকেলের আর দোষ কি বলো
সেও তো এই নিরীহ প্রেমে বড্ড বিরহ কাতর
আমি যে একটা দিনও বিকেলের কাছে গিয়ে
তোমাকে নিয়ে তার মুখোমুখি দাঁড়াতে পারিনি কখনও
যদিও আবেগ ঘন এইসব মুহূর্ত ঘিরে আমাদের
সুদীর্ঘ পর্যটন
তবুও তুমি এখনও তোমার সকরুণ দু’চোখ রাখো
ওই দূর অথৈ সাগরে,ঢেউয়ের ভুল ঠিকানায়
অথচ তোমাকে ঘিরে প্রথম থেকেই আমি
যেখানে যেভাবে ছিলাম
এখনও সেভাবেই বরং আরও অনেক কাছাকাছি আছি
অবিরল অবিচ্ছিন্ন শান্ত ছায়ার মতো
যে ভাবে রাজ্যের মুগ্ধতা নিয়ে থাকে
নিরীহ গাছপালা আর অনন্ত আকাশ
জানালা খুলে দাও
বিকেল তবুও নেমে আসুক সন্ধ্যা জড়িয়ে
জেগে উঠুক গুনগুন গান সান্ধ্য বাতাসে
যেখানে দু’জনের সন্ধানী চোখগুলো
দু’জনের দিকে চেয়ে থাকে পলকহীন
আর ভাষাহীন দু’জনের সেই যে বিরল মুহূর্তগুলো
কেঁপে কেঁপে ওঠে তার নামই বুঝি অভিসার ।