এই যে শুনছেন ?
প্রতিশ্রুতির আকাশ আজ বড্ড অভিমানী—
কলমে তাই বারুদ ভরেছি
চোখের ভিতর জমা মেঘকুঞ্জ যত
বৃষ্টিবিলাস করতলে জমা জলোচ্ছ্বাস শত শত
বিদ্রোহী সাজে এক নিমেষে
করবো নিঃশেষ বিষাদ-তরীখানি!
এই যে শুনছেন ?
ভালবাসার মন আজ প্রয়োজনেই সীমাবদ্ধ—
নিস্তরঙ্গ ভাবনাগুলো রাতের আঁচলে
মুক্ত খাঁচা পেয়েও অবজ্ঞার সুরে
নিশ্চুপ শব্দে সাজিয়ে জমাাত ভিড়ে
ছুটির নিমন্ত্রণে কখনো বা দূরত্ব বাড়িয়ে
নিজেকে গড়ে তুলি দুর্গম দুর্বোধ্য!