আজ আকাশ জুড়ে ঘন কালো মেঘ,
মন চাইছে খুব বৃষ্টি হোক।
ভিজবে মন কেমন করা শুকনো পাতারা।
বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছে শুষ্ক জমি,
ভালোবাসা না পাওয়া কতো সবুজ ঘাস।
আজ বৃষ্টিতে ভিজে যাক বুক ফাটা শুষ্ক মাটি।
হৃদয় ছুঁয়ে যাক সোঁদা মাটির গন্ধ!
তুমিও বুক ভরে নিও তৃপ্তির শ্বাস।
উর্বর জমিতে বপন হোক আগামীর স্বপ্ন।
সবুজ শাড়িতে সেজে উঠুক ধরিত্রী,
জুড়িয়ে যাক মনের দহন জ্বালা।
বৃষ্টি সুখে সবাই উন্মত্ত!
পড়তে কি পারো…
বৃষ্টির মনের ভাষার অব্যক্ত কথা!!
বৃষ্টি যে আপন খেয়ালে আসে আবার চলেও যায়।
চাইলে সে আসেনা,ভীষন অভিমানী!
আমিও মাঝে মাঝে ভাবি…
একবার বৃষ্টি হয়ে অঝোরে ঝরি
সব্বাইকে ডুবাই-ভাসাই-কাঁদাই।
অবহেলা পেলে উড়ো মেঘ হয়ে উড়ে চলে যাই।
খুঁজে পাবে না তুমি আমার মনের ঠিকানা।
তাই তো ঝড়ের শব্দে রেখে যাই আমার বুকভরা বেদনা।