প্রেম বারিন্দ্রের স্নিগ্ধ প্রেমধারায় ফোটা গোলাপ আমি সহস্র বছরের প্রেয়সী; আজ তোমার শুভ্র এজীবনে রেখেছি মেঘমন্দ্র আষাঢ়ী দুচোখের বন্যা!!!
জমিয়েছি পুঞ্জিভূত মেঘের স্তূপ;
হৃদয় রাঙানো সিঁথির লাল সিঁদুরে গড়েছে আলিঙ্গনের অসমাপ্ত প্রেমগাথা নিদারুণ অভিমানে!!!
বিরহের মেঘাবৃতে সঙ্গীহীন জীর্ণপ্রেম ঢাকা পড়ে নিশিকালো রজনীর কল্পমালায়; একাকিত্বের বাগিচায় কালো ভ্রমর দিনের শেষ অপেক্ষায় তোমারেই স্মরণে আজি!!!
বেদনা মিশ্রিত আঁখি পল্লবে ঢেকে থাক সোনালী প্রেম; আমি হীনা কাজলাশ্রু ফোঁটা রেখে দিলাম তোমার কবিতার শেষ পংক্তিতে!!!
কাটুক প্রহর অমানিশার তন্দ্রায়;নিথর দিব্যকান্তি গাত্র পরে থাক তোমার ডাইরির শেষ পাতায়; জীবন সায়াহ্নে সুখী হও প্রিয়তম!!!
ভালো থেকো প্রিয়–