অবেলার এই খেলা ঘরে খেলবে যদি আমার সনে
সেই পুরাতন খেলা,
জাগবে হৃদয় নূতন করে ভাঙা বীণাই বাঁধবো সুরে
প্রণয় মিলন মেলা।
ভুলে যাওয়া গানের কলি কুঞ্জে আজি গুঞ্জে অলি
তোমার পিয়াস তরে।
হৃদয় জোড়া গোলাপবাগে অরুণ-রাঙা রক্ত-রাগে
ফুটছে থরেথরে।
জীর্ণ পাতা ঝরিয়ে দিয়ে নতুন করে মুকুল জাগে
গজায় পাতা গাছে।
হৃদয় জুড়ে বর্ষা নামে আহ্লাদেতে ময়ূরী মন
পেখম তুলে নাচে।
কিন্তু আমি ভাবছি প্রিয়ে শরমেতে পড়ব নুয়ে
ফিরাও যদি মোরে।
ভাঙা বুকের রাঙা তখন উঠবে হয়ে লজ্জা বেদন
লুকাই কেমন করে!
তার চেয়ে বরং কল্পনাতে নিবেদনের ভঙ্গিমাতে
জানু পেতে বসি।
দুহাত দিয়ে মুখটি ধরে বলব পরম সোহাগ ভরে
তোমায় ভালবাসি।
ওষ্ঠে তোমার হাসির রেখা উঠবে জেগে রক্তলেখা
চাঁদ চুয়ানো মুখে,
আদর করে সোহাগ ভরে ভরব তোমায় চুম্বনে যে
রাখব ধরে বুকে।