অন্ধকারে ঢাকা পড়ে আছে একফালি বারান্দা,
ছায়াগুলো এখানেই গড়িমসি করে কাটায়,
চেয়েছিলাম শব্দ দিয়ে আলোকিত করে রাখি-
চাঁদের বানভাসি জোছনায় জন্ম নিয়েছিল এক মধুর অতীত;
নিঃশ্বাসের মতো ধিকিধিকি ভ্রান্তিবিলাস রোমন্থন সারে অপ্রাপ্তির দোলাচলে।
পাতক যন্ত্রণায় কুঁকড়ে মরি অবিরত,
অহরহ সত্যগোপন করে চলি মন ভোলানো মগ্নতায়,
মেধার ভেতর লুকিয়ে থাকে নির্মাণের দুঃখলিপি,
আমাকে ছেড়ে যায়নি আমার পরাজিত সময়,
ঝরাপাতা অদ্ভুত ভাবে মোচড় খেয়ে শুয়ে পড়ে বারান্দায়।
যদি বৃষ্টি আর না হয় আজ,
মাটি ভেজা সোঁদা গন্ধ রেশটুকু ধরে রাখবে,
শ্যাওলা সবুজে অবলম্বন খুঁজে চলে মনের লতাগুল্ম,
বিমর্ষের দৈর্ঘ্য প্রস্থ জুড়ে খুঁজে চলি জোনাকির সুখ সংলাপ…..