আমাকে করেছো অবহেলা তুমি
সরিয়েছো মন হতে দূরে ,
শুষ্ক তপ্ত মরুভূমির মতো
হৃদয়ের প্রেম গিয়েছে পুড়ে !
কতো কথা যে অন্তর গহ্বরে
থরে থরে রেখেছি সাজিয়ে ,
পাষাণ সম ভার বইতে যে নারি
দুখের জোয়ারে গেছে সব মিলিয়ে !
ভালোবাসায় যদি আসো আবার ফিরে
শূণ্য হাতে দেবো গো ফিরিয়ে ,
ত্রুটি খুঁজবার ছলে ফিরিয়েছো যাকে
ত্রুটিহীনার ভরসা দিয়েছো হারিয়ে !
অপমানের হার পড়েছি যে গলে
মরেছি সদা অনলে জ্বলে….
সব ব্যথা বেদনা সয়েছি কেবল
তোমায় অনেক ভালোবাসি বলে !
আশার বাসায় নিরাশার বাস
মন আজ সাথী হারা নীড় ,
মরণ যে আজ আসে পিছু-পিছু
চারিদিক শুধু দুরাশার ভীড় !