আর্তনাদ করতে করতে ভবিষ্যতের দিকে দ্রুত পায়ে
এগিয়ে যাচ্ছে বর্তমান, যেন এখানে
দু’দন্ড দাঁড়াবার জো নেই
তিল ধারণের এতটুকু জায়গা নেই
স্বস্তিতে নিঃশ্বাস-প্রশ্বাসেরও নেই যেন কোনও অবকাশ
দায় মেটাতে তাই প্রয়োজন তার কাল বদল
চারপাশের অগাধ শূন্যতার ও স্তব্ধতার
গভীর আশংকার তীব্র কোলাহলের
আর বিপন্নতার ন্যায়-অন্যায়ের বাক- বিতন্ডার মধ্যেই
চলার পথটাই নেমে গেছে নদী ভাঙনের দিকে
যেখানে বেমালুম ঝুঁকে আছে মুমুক্ষু জীবন
এবং জীবনের আত্ম অবস্থিতি, আকুলতা ও আর্তিকে
আড়াল করে রাখছে অনাকাঙ্খিত বিষাদছায়া
যদি কখনও শুরু হয়ে যায় অন্তহীন উন্মাদনা
ফিরে পায় যদি ক্ষত ও ক্ষোভের অনিবার্য ভাষা
দারুন দুঃসাহসী আর অপ্রতিরোধ্য হয়ে উঠবে একদিন
এই মেধাবী জীবন ।