বড্ড ভয় পাই চেনা গন্ধটা
অবয়বে তাই শিহরিত হই
পরিচিত রূপের অপরিচিত মুখটা
সমাজের মাঝেও বন্যই।
নও নারী নও যে পুরুষ
নও তো তুমি ক্লীব
কমনীয়তা হীন পুরুষত্বহীন
এ এক অদ্ভুত জীব!
প্রতিবাদে যে গর্জে ওঠে না
পড়ে না চোখের জল
মানুষ রূপী এ কি অমানুষ!
শিরদাঁড়া দুর্বল।
বন্ধ ঘরে দাঁত হিসহিসিয়ে
চরিত্র দিয়ে বিবেক ধ্বংসিয়ে
প্রমাণ দেয় পুরুষত্ব
হনন করে মনুষ্যত্ব।
ধিক্ তব হে গিরগিটি
বদ্ধ মনের মুক্ত সাপটি,
তোমায় দিলাম চির নির্বাসন
মনুষ্য হতে সরিসৃপ জীবনে অবতরণ।।