মাঝে মাঝে ভীষণ চাপে পড়ে যাই
কি করে সংসার চালাই,
এই চিন্তায় দুবেলাই মাথা ঘামাই
প্রতিদিনই মনে হয় এই বুঝি আমি হেরে যাই যাই।।
ক্লান্ত শরীর; ক্লান্ত মন এভাবেই হেরে যায় যখন তখন
তথাপি রুখে দাঁড়াই;
রুখে দাঁড়াতে দাঁড়াতে দাঁড়িয়েই আছি হেরে যাওনি এখন
মাঝে মাঝে পেছনে পানে তাকাই,
দেখি পেছনে এখনো পড়ে আছে অনেকেই
ওদের জীবন দশা দেখে মনের মাঝে সান্তনা যে পাই
এমতাবস্থায় দাঁড়িয়ে জীবনের দোরগোড়ায় উচিত আমার গর্ব করা-ই
ভাবি আমার এই জীবনের ক্লান্ত কোন ক্লান্ত নয়
আমার এই পরিশ্রম কোন পরিশ্রমই নয়
এখনো কত মানুষ কত কষ্টে বেঁচে আছে
এ সমাজে আবার অনেক মানুষ অনেক রকম ভাবেই আছে
এখনো কত মানুষ দুহাতে লুটেপুটেও অশান্তিতে আছে
টাকার পাহাড়ে শুয়ে শুয়েও
কত মানুষকে খেতে হচ্ছে আদালতে গড়াগড়ি
সেই অনুপাতে আমার মত ক্ষুদ্র মানুষ আছে মহা সুখে
শান্তিতেই আছি ভাই,দুবেলাই—
শান্তির ভাত খাই, আমি ঘুমাই শান্তির নীড়ে
তবুও মাঝে মাঝে হয় কষ্ট একটু আধটু
ঐ আর কি অন্যেরই মত, সুখে থাকতে পারতাম যদি আরেকটু
আবার পরক্ষণেই হয় ভয়—–
না; না; না; ঐ কামনা করব না
তাহলে যদি আবার ঐ মোটা মোটা বাবুদের মত জেলে যেতে হয়
আমি যেমন আছি ভালোই আছি, বেশতো কাটছে দিনরাত
এভাবেই লিখবো কবিতা; করবো প্রতিবাদ;
কালির আচরে সমাজের ঘোচাবো ঝঞ্ঝাট।