চোখের কিনারে এক অতৃপ্ত ঘুম জেগে আছে
শিরার পাতালে শুয়ে আঁধারের শীর্ণ শূন্যতা ,
এসব গোপন কথা কবিতার কোলে গুঁজে রাখি
একমাত্র মা ছাড়া কে দেবে এমন আশ্রয় !
প্রশ্রয় পেয়ে পেয়ে বেড়ে গেছে বাদুড়ী বন্যতা ।
পেয়েছি পতিত রাতে জোনাকি সাঁতার
সময়ের সিঁড়ি বেয়ে কিশোরীর কাঁচা মিঠে চাঁদ
মঞ্চের মাঝামাঝি দৃষ্টির বৃষ্টি চাঁদোয়া ,
তবুও পূর্ণ বোধে কেন এতো অ-সুখের চোনা !
আরও কতবার নিষাদের তিরে পাবো ক্রৌঞ্চী বিষাদ !
না – পাওয়া স্নায়ুর চাপে আউল আহ্লাদ
বারবার মরে ছাই বাসির আগুনে ,
কোথা গেলো ঝাঁক ঝাঁক ফিনিক্স পাখিরা !
প্রতি শ্বাসে জন্ম চাই নতুন পালকে
বসন্তের বীজ বুনি বিলাপের বিসর্গ ফাগুনে ।