ভারী ক্রুশকাঠ নিজের পিঠে বয়ে
পাহাড়ের পথে হেঁটে গেলেন নির্ভয়ে
চলেছেন দেবতার ছেলে অমৃতের দিকে
ওতেই ক্রুশবিদ্ধ করা হবে যে তাঁকে।
বন্দি হয়েছেন রাজদ্রোহের অভিযোগে
সরাতেই হবে নাজারেথের ঈশ্বরপুত্র যীশুকে
প্রেমই ছিল তার জীবনের সাধনা
শাসক বোঝেনি তার অপার মহিমা
দিল মাথায় কাঁটার মুকুট পড়িয়ে
পৃথিবী থেকেই দিতে হবে সরিয়ে।
ইস্টারের আগের শুক্রবার
ক্রুশবিদ্ধকরণ হয় দেবতার
পবিত্র হল যন্ত্রণায় রক্তাক্ত দিন
পুনরুত্থিত হলেন রবিবার তৃতীয়দিন।