তোর দুর্মূল্য পঙ্ক্তিমালায় যা কিছু আবর্জনা আছে তা অপাঙক্তেয় হয়ে জমা পড়ুক ফেরারি খামে…
ফেরার পথে আর কখনোই জমবে না কোন অনাকাঙ্ক্ষিত ধুলো।
সে পথের নিষ্প্রভ আলোতে আঁধার জমাবে না কোন অযাচিত ছায়া।
নিষেধের বেড়া ডিঙিয়ে যেমন জোছনার উপকূল ছোঁয় না নৈঃশব্দ্যের হাওয়া –
বেহাগের ছিন্ন তারে যেমন সুর বাঁধে না ইমন –
বিস্মৃতির পলিতে চাপা পড়া উপলখন্ডে যেমন শুয়ে থাকে ব্যথাহীন জীবাশ্ম –
তেমন না হয় সময়ের অতলে হারিয়ে যাক নিষ্প্রাণ বর্ণমালা..
কোলাহলের বাতায়ন থেকে উড়িয়ে দিস ধুলোবালির মত যত অপাঙক্তেয় বর্ণমালা….
উন্মুক্ত আকাশে…
শীতল বাতাসে…।