অনন্ত যে পশরা তাঁর
বিচিত্র তাই রূপের বাহার
আছে থরে থরে,
ভোরের বেলা পূব আকাশে
সোনা রবির আলো হাসে
দেখে মনটা ভরে।
গাছে গাছে কত পাখি
মধুরবে ওঠে ডাকি
সবুজ পাতার আড়ে,
ফুলে ভরা কুসুম বাগে
অলি ঘুরে অনুরাগে
সোহাগ আঁকে তারে।
গগন জুড়ে নীলের মেলা
সাদা মেঘে করে খেলা
কি অপরূপ সৃষ্টি!
শ্যামল মাঠে সোনালী ধান
মাঝি- মাল্লার মুখেতে গান
মুগ্ধ করে দৃষ্টি।
সন্ধ্যা নামে আলতো পায়ে
সূর্য চলে অচিন ঠায়ে
আঁধার নামে রাশে,
আকাশ জুড়ে তারা কত
ঝোপে ঝাড়ে জোনাক শত
মিটমিটিয়ে হাসে।
মলয় বহে মধুর ছন্দে
চিত্ত ভরে ফুলের গন্ধে
মনটা করে আলো,
প্রকৃতি যে অপরূপা
পরাণ করে মনোলোভা
দেখতে লাগে ভালো।