তোমাকে চিনতে চেয়েছিলাম,
জানতে চেয়েছিলাম।
আজও চেনা হলো না,জানা হলো না।
অজানা, অপরিচিত হয়েই রয়ে গেলে!
শুনেছি ঝিনুকের মধ্যে মূল্যবান মুক্তো লুকায়িত থাকে,
দেখেনি কখনো।
তাই হাতে ঝিনুক তুলে নিয়েছিলাম মুক্তো পাবার আশায়।
মুক্তো সে তো বহু মূল্যবান,
সবার ভাগ্যে থাকে না।
কারণ সব ঝিনুকের মধ্যে যে মুক্তো থাকে না!
তবুও পারিনি ঝিনুকটা ফেলে দিতে,
পারিনি ঐ ঝিনুকে আঘাত করে মুক্তোর সন্ধান করতে।
থাকনা আমার কল্পনায় ‘ ঐ ঝিনুকে মুক্তা আছে!’