আমরা কত সহজে
অপর একজন মানুষের ওপর রাগ দেখায়,
অভিমান করি !
কিন্তু একবারও নিজেকে তার জায়গায় বসিয়ে
ভেবে দেখিনা তার সমস্যা গুলো।
অপরাধী বানিয়ে ফেলি তাকে
সে কি সত্যিই অপরাধী!
না কি পরিস্থিতির শিকার ! ভেবে দেখিনা।
আসলে আমরা ভীষণ স্বার্থপর,
সবসময় আমরা নিজের কষ্ট, নিজের চোখের জল
এগুলো নিয়ে ব্যস্ত থাকি ,
একবারও অন্য মানুষটারও কষ্ট, চোখের জল আছে
সেই সব কিছু ভাবার প্রয়োজন বোধ করি না।