তোমার জন্য আজ আমি হয়েছি নিরঙ্কুশ বিচারক,
ভুলের মাশুল গুনেছি প্রত্যেক মুহূর্ত,
হয়েছি নির্দয়-নিষ্ঠুর-নির্মম-নিরাসক্ত,
কেটেছে অন্ধকারময় রাত
চোখের সামনে দেখা মিলেছে অনন্ত আলোর রেশ,
তবুও আজ আমি সব হারিয়ে হয়েছি পুরোপুরি রিক্ত,
শতজন্মের অভিশপ্ত স্মৃতিসব
ভোরের আলোয় করেছি উম্মুক্ত।
ধূসর মনের অলিন্দে রঙ মিলিয়ে
আমার রক্তিম নয়নতারায় মেলে ধরেছি
একটা নতুন কোজাগরী জীবন।
নিজেকে করেছি অপরাজিত
সুষুপ্তির নির্নিমেষ আশ্রয়ে।