এক যায় , এক আসে , বাকি আগু পিছু
যোগফল একই থাকে , যোগাযোগ কিছু ।
পেয়েও হারিয়ে ফেলি আগামীর মনে
ফিরে দেখি সব আছে অতীতের কোণে ।
যে ছিলো অজানা দূরে কুয়াশায় ঢাকা
আলাপী আলোর বীজে দোলে তার শাখা ।
মনে হয় ভুলে গেছো , ভুলে যাই আমি
স্মৃতির মমতা সুর বহু দূরগামী ।
দেখা হয় চাঁদ – ডোবা কঙ্গোর রাতে
সময়ের শোক বলে– এই তো প্রভাতে !
তাই তো পেতেছি আয়ু , জমিয়েছি জয়
অপচয় কিছু নয় , সবই সঞ্চয় !