এ’সময় তীব্র রহস্যময় সব মুহূর্ত
বিস্মিত পৃথিবীর অনন্ত কোলাহলে
এই পৃথিবীর মুহূর্ত মাত্রেই
এক একটা দীর্ঘ জীবন
ব্যাপক ব্যক্তিগত পরিচিতির ও পুনর্জন্মের
পৃথিবীরও জীবনের মতই একদন্ড বিশ্রাম নেই
আড়ালে দৃশ্যান্তর যাই আসুক নেমে
অন্ধরা কেউ দেখবেনা কিছুই
মুক ও বধিরেরা দেখেও কিছুই শুনবেনা বলবেনা
তবুও উন্মত্ত অস্থির সময় এসে স্পর্শে স্পর্শে
তীক্ষ্ণ নখের তীব্র আঁচড় কেটে যায়
মায়াবী প্রেম সেও এ’সময়
প্রণয়ের বদলে প্রলয় ঘটায় এখন ।
দু’চোখে কেঁপে কেঁপে ওঠে দিন দিন অন্যদিন ।