নিজেকেই ফিরিয়ে আনতে হয়
ফেরারী আনন্দের কূলে নিজেকেই ।
ক্ষয়ে যাওয়া মানেই ফুরিয়ে যাওয়া নয় ।
পাথর হৃদয়েরও একদিন মখমল মাটি জন্ম হয় ।
লক্ষ কোটি বছরের পরমায়ু প্রকৃতির ,
মানুষের জীবনবেদের দীর্ঘ বোধই বা কম কীসে !
বহু জন্মের বিবর্তন সয়েও উৎস থেকে মোহনায়
অখন্ড মনের শ্লোকে স্রোতের বন্ধুতা ।
কোনও সময়ই অসময় নয় ।
হয়তোবা শুকনো সময়ের শীষে সাময়িক বিষ ।
তোমারই ডাঁই করা দীর্ঘশ্বাসের ডাস্টবিনে
নিখাদ লুকিয়ে আছে সুজাতার পরমান্ন সুধা ।
না খুঁজে পেলেও জেনো
পর্যটকী খোঁজ খোঁজ খোঁজই জীবন ।
খুঁতখুঁতে নয় ,
উদার অন্বেষণেই খুলে যায় খিলখিল বাঁচার খিলান ।