পাকিয়ে পাকিয়ে টেনে তুলছে অমানবিক যন্ত্রনা
কুৎসিত মুখবিবরে ভয়ংকর এক লোভ
শশ্মান ও কবরে বাসা বাঁধে অশেষ বঞ্চনা
জীবনের শেষপথে ব্যর্থতা , অপূর্ণতার ক্ষোভ ।
নির্লজ্য অন্যায় কি ইতিহাস গুনে রাখে?
অন্যায়ের সৃষ্টিতে কাপুরুষতায় পরিপূর্ণ বীর্য
অন্ধকারের মুখোশে পাপ লুকিয়ে থাকে
বেলাশেষে দুচোখে অস্ত যায় রক্তিম সূর্য।
চিতা কিংবা গোরস্থান- অন্তিমের বাসস্থান
এত যে সাবাসীর স্বপ্ন,মূল্যগোনে শূন্যস্থান
কর্মফল উঁকিদেয়,ক্ষত-বিক্ষতে প্রস্থান
লক্ষ্য করে দেখ শোধনহীন তোমার অবস্থান।