একটা জীবন নয় যথেষ্ট
শেখার তরে সব কিছু,
জানতে হলে শিখতে হবে
ছুটতে হবে জ্ঞান- পিছু।
চিনতে হলে মানুষ যেমন
সবার সাথে মিশতে হয়,,
ভালোমন্দ গুণ বিচারে
শেখার পরশ ঠিকই রয়।।
অচেনাকে চিনতে হলে
বুদ্ধি করে চলা চাই,
নাহলে তো খাবেই ধোঁকা
কথার ফাঁদে পড়ে ভাই।
ঠেকলে তবেই শিখে মানুষ
বলে থাকেন জ্ঞানী জন,
বুঝে সুঝে না চললে যে
বলবে বোকা সব তখন।
অন্তহীন যে শেখার বস্তু
শেখার কি আর আছে শেষ?
যত দেখবে ঋদ্ধ হবে
মনে থাকবে তৃপ্তি রেশ।