আজ স্বাধীনতা
কয়েকটা শিকল পোড়াতে হবে
পারবে ?
চেষ্টা করো
একটা ঘরেই আজ অনেক গুলো লোহার কপাট
-মনের মাঝে ও
টুকরো টুকরো ঘৃণা জমে বিষ হয়
অথচ টুকরো টুকরো ভালোবাসা জমে অমৃত করতে পারিনা
বিষ গুলো অমৃতে পরিণত করার জন্য খাঁটি আগুন প্রয়োজন
পাত্র শুদ্ধ করো প্রস্তুত করো,
তারপর বন্দে মাতরম -অন্তর বন্দনা !