সময় পেলে সুখ কুড়োতে থাকি,
অসময়ে অসুখের ভীষণ সমান্তরাল বাড়বাড়ন্ত,
বিশ্বাসের নাভিকুন্ড থেকে তুলে আনি বোধিসত্ত্ব প্রত্যয়,
অনিচ্ছের চেরা স্রোতে তবু হিমশীতল আশ্বাস…..
দৃঢ় থাক অন্তরঙ্গ সূর্যের পারিজাত প্রশ্রয়,
চেতনার দূর্বাঘাসের পরতে অবদমিত উষ্ণতার সামিয়ানা,
পাঠ্যসূচীর বাইরের তীর বেঁধা হিমসিম প্রশ্নে-
স্বপ্ন উড়ে বুদবুদ ফানুসে নিরিবিলি পারাবত উঠোনে…..
কুণ্ঠা আলোয় অনুভবের মাটি ছুঁয়ে উত্তাপ ছড়ায়,
জোছনার মনদীঘিতে মোমগলা ধারাপাত বৈভব,
হৃদয়ের অন্তরীপ ছুঁয়ে আছে বল্মীক পূণ্যশ্লোক,
তবুও,
নিখাদ আয়নায় খুঁজে ফিরি মনের কৃষ্ণগহ্বর…..
খুব সুন্দর কবিতা, নিখাত আয়নায় খুঁজে ফিরি মনের কৃষ্ণগহ্বরে।অসাধারণ।
দারুণ কবিতা। বাস্তুহারাদের কান্নার বেদনা নিঁখুত ভাবে তুলে এনেছিস কবিতায়।
অনিঃশেষ মুগ্ধতা। আন্তরিক ধন্যবাদ আপনাকে।