নীল আকাশে সাদা নৌকা
পেঁজা তুলোয় ভাসে,
নরম রোদে মিঠে আলোয়
শরত কালে হাসে।
আশ্বিনের ওই বার্তা এলো
বিশ্ব মাতা সাজে,
শ্বেত শেফালি কম্ লা বোঁটা
রানির রূপে রাজে।
পদ্ম ফোঁটে দীঘির জলে
সবুজ পাতা মেলে,
আগমনীর বার্তা নিয়ে
কাশ ফুলেতে পেলে।
সাদা ঝালর বাতাস বেগে
দোলায় তারই দেহ,
কাশের বুকে জননী মা
ঢেলে দিলেন স্নেহ।
রণচণ্ডী রূপে এসো
অসুরে যে ভরে,
শক্ত হাতে দমন করো
এক একটিকে ধরে।
কাঁদছে মেয়ে তীব্র ব্যথা
চিতায় ওঠে জ্বলে,
অসুর নাশে মুক্তি পাবে
অন্তরেতে বলে।