দূরে দূরে অনেক দূরে
আদৌ কোথায় কত দূরে?
কাছেই আছি এক্কেবারে
সুরের দেশেই সপ্তসুরে…
সুর বাজে না মোটেও সুরে
বেয়াড়াপানা অন্তঃপুরে!
ধূসর মেঘের ধোঁয়ার পরে
ফোলায় জটা কোন অসুরে?
ধূসর না কি?বোধহয় রঙীন?
নীলাম্বরীর তল যে গহীন
সেই গহীনের কোলটি ঘেষে
তুলোর নকশা অন্তবিহীন…
রোজ আঁকে আর রোজ সে মোছে
বদলায় ছবি রোজনামচে
গল্পের ভিড়ে নকশীকাঁথারা
গল্প ভোলার গল্প খোঁজে!
দূর দূরের ওই সমুদ্দুরে
নির্জনতার সে রোদ্দুরে
ভাঙাগড়ার ঢেউগুলো সব
জমায় স্মৃতি বালুকাপুরে…।